রাজশাহী মহানগরীর চার থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিতিত্তে মহানগরীর হেতেমখাঁ এলাকায় অভিযান চালিয়ে শিবিরের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার সভাপতি শিমন হোসেনকে আটক করে।
পরে মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে শিবির কর্মী শরিফুল ইসলাম (২৬), রেজাউল করিম কামালকে (২৮) মহনপুর এলাকায় থেকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
অপরদিকে মতিহার থানা পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে মতিহারের ডাশমারী এলাকা থেকে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন আলোকে (৪৫) আটক করে। আলো পুলিশের ওপর হামলার আসামি।
এছাড়া বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১৫ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ১৩ জন ও শাহ মখদুম থানা ০৮ জনকে আটক করে। আটকদের বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসএস/আরআইএস/বিএস