ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
ধুনটে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া গ্রাম থেকে রাসেল মাহমুদ (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাসেল ওই গ্রামের মতিউর রহমানের ছেলে।

ধুনট উপজেলার কালেরপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক বাংলানিউজকে জানান, রাসেল দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। অনেক চিকিৎসা করেও রাসেলকে সুস্থ করতে পারেননি তার স্বজনরা।

দুপুরে পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে রাসেলকে ঝুলতে অবস্থায় দেখেন। পরে রাসেলকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাসেল নিহত হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।