তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ পৌরশহরের স্থানীয় ব্যবসায়ী ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
এ ঘটনার জের ধরে শনিবার (১১ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকরা। এছাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর রুহিন আহমদের গ্রেফতার দাবি করেন।
শ্রমিকরা রোববার (১২ ফেব্রুয়ারি) সকালের মধ্যে তাদের দাবি পূরণ না হলে জেলা জুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে বলেও শ্রমিকরা জানান।
গোলাপগঞ্জ সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন মিয়া বাংলানিউজকে বলেন, শ্রমিক ও ব্যবসায়ী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে কাউন্সিলর রুহিন তার স্বদলবলে ব্যবসায়ীদের পক্ষ হয়ে হামলা চালায় এবং সিএনজি অটোরিকশায় ব্যাপক ভাংচুর করান। কাউন্সিলর রুহিনকে যতক্ষণ গ্রেফতার করা হবে না, ততক্ষণ অবরোধ চলবে, বলেন তিনি।
মাখন মিয়া বলেন, রোববার সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করবো। রুহিনকে গ্রেফতার ও ক্ষতিপূরণ না দেওয়া হলে রোববার সকাল থেকে সিলেট জেলায় অবরোধের ডাক দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনইউ/বিএস