কারক নাট্য সম্প্রদায়ের কারক স্বজন নামে একটি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মো. ইউসুফ হোসেন।
অনুষ্ঠানের সমন্বয়ক কিশোর কর্মকার বাংলানিউজকে জানান, শিশুদের মধ্যে ভাষা সংগ্রামের প্রেরণা ও শহীদ মিনারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার জন্য এ আয়োজন।
এতে নগরীর আটটি স্কুলের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভাষা সৈনিক মো. ইউসুফ হোসেন।
বরিশালে কারক স্বজন সপ্তমবারের মতো এ বর্ণ লিখন প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করলো।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএস/আরবি/টিআই