ঢাকা: মাঘ শেষ হওয়ার আগেই শুরু হয়েছে খরার দাপট। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়াচ্ছে প্রতিদিনই।
বাতাস এখনো উত্তর-পূর্ব দিক থেকে বইলেও শীতের কামড় তাতে একদমই নেই। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এই আবহাওয়া ক্রমেই আরো শুষ্ক হয়ে উঠবে বলে জানাচ্ছে বিভিন্ন আবহাওয়া সাইট।
এরইমধ্যে এল নিনোর প্রভাবে সদ্য শেষ হওয়া শীত মৌসুম শুধু বৃষ্টিহীনই কাটেনি, স্মরণকালের স্বল্পস্থায়ী শীত মৌসুম দেখেছে দেশবাসী। আরো কিছু দিন এমন বৃষ্টিহীন অবস্থাই চলবে প্রকৃতিতে।
আসছে ভ্যালেন্টাইন ডে ১৪ ফেব্রুয়ারি ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টির এই সম্ভাবনা ২০ শতাংশের বেশি নয়।
এরইমধ্যে পানি কমে গেছ নদীতে। শুকিয়ে গেছে অধিকাংশ পাহড়ি ঝিরি। মাঝেমধ্যেই গুমোট হয়ে কালবৈশাখীর বার্তা দিচ্ছে প্রকৃতি।
আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণে মানুষ ও পশু-পাখির চর্ম রোগ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। দরজায় কড়া নাড়া বসন্তে গীষ্মের আবহাওয়া জেঁকে বসার আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
জেডএম/