রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রশংসা করেন বলেন। সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ আনসার ভিডিপির ভূমিকাও প্রশংসনীয়। আপনাদের কুটির শিল্প থেকে সার্বিক তৎপরতা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশকে উন্নয়ন সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে তার প্রত্যয়ের কথাও পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এইচএ/