রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে একটি মিনি বাস উলাইল এলাকায় আল মুসলিম গার্মেন্টসে যাচ্ছিলো।
মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহত নুরু মিয়া রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার আব্দুর রাজ্জাকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসআরএস/বিএস