আটকরা হলেন- ইউসুফ কাজী, আলাউদ্দিন আলী, আকাশ রহমান মিন্টু, আফসার আলী, ফারুক হোসেন, আব্দুল মালেক মিয়া, মাসুদ পারভেজ, শাহীন কাজী, লিটন শেখ, মাসুম গাজী ও আসলাম শেখ।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন।
তিনি বলেন, শনিবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি, সবুজবাগ এলাকায় একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত ১টার দিকে সবুজবাগ মাঠে তিনটি মাইক্রোবাসসহ ওই ১১ জন ব্যক্তিকে দেখে ডিবি পুলিশ চ্যালেঞ্জ করে। পরে তাদের গাড়ি তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন, তিনটি বিদেশি পিস্তল, দু’টি দেশীয় পাইপগান, পাঁচটি ছুরি, একটি ওয়াকিটকি, পাঁচটি ডিবি পুলিশের জ্যাকেট, পাঁচটি হ্যান্ডকাপ ও একটি ব্যাগ জব্দ করা হয়।
আব্দুল বাতেন বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রাজধানীর বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতির করেন তারা। চক্রটি গভীর রাতে নির্জন স্থানে অবস্থান করে মানুষজনকে গাড়িতে তুলে টাকা-পয়সা রেখে ছেড়ে দেন। দিনের বেলাতেও তারা টাকা বহনকারী ব্যক্তিদের লক্ষ্য করে ছিনতাই করতেন।
ডিবি পুলিশের জ্যাকেট ও ওয়াকিটকির বিষয়ে আব্দুল বাতেন বলেন, এসব সরঞ্জাম রাজধানীর কিছু স্থানে বিক্রি হয়। কিন্তু তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিশ্চিত হয়ে বিক্রি করার নির্দেশ দেওয়া আছে। তারা নিয়ম অমান্য করে বাইরের কারো কাছে এসব সরঞ্জাম বিক্রি করছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হবে। এসব সরঞ্জাম সরবরাহে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত আছে কিনা এ বিষয়টিও তদন্ত করে দেখা হবে।
আটকদের বিরুদ্ধে সবুজবাগ থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ১৬ ও ১৭। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
সম্প্রতি নিউমার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুলি করে ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, নিউমার্কেট এলাকায় গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭/আপডেট: ১৪২০ ঘণ্টা
পিএম/আরআর/এইচএ/জিপি/এমজেএফ