ঢাকা উত্তর সিটি করপোরেশনের বসানো একটি ডাস্টবিনে লেখা ‘আমাদের শহর পরিচ্ছন্ন রাখি’ কথাটি যেনো ভেঙচি কাটছে পথচারীদের। কেননা ওই ডাস্টবিনটিতে ‘এখানে ময়লা ফেলুন’ কথাটির সামনেই ময়লা ফেলে রাখা।
তারওপর ডাস্টবিন ঝুলিয়ে রাখার জন্য তৈরি স্ট্যান্ডটি পড়ে আছে স্থানচ্যুত ডাস্টবিনটিরই ওপর। আর একখানে দেখা গেলো, রাস্তার পাশে কেবল স্ট্যান্ডটিই দাঁড়িয়ে আছে। ময়লা ফেলার ডাস্টবিনটিই উধাও।
নাগরিক সচেতনার অভাব, ছিচকে চুরি আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবই ডাস্টবিনগুলোর এমন বেহাল দশার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। এই ডাস্টবিনগুলো এভাবে অকেজো হয়ে পড়ে থাকার খবর কি সিটি করপোরেশনের কাছে আদৌ আছে?
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
জেডএম/