রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর মডেল থানা পুলিশ সাংবাদিকদের এসব তথ্য জানান।
এর আগে ভোরে চাঁদপুর-শরীয়তপুর রুটে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও গাড়ি মেকানিককে আটক করা হয়।
শিমুল বাগেরহাটের রামপাল এলাকার আব্দুর রশিদ শেখের ছেলে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মণ্ডল বাংলানিউজকে জানান, পুলিশ আগে থেকেই হরিণা ফেরিঘাটে ওৎপেতে ছিলো। উদ্ধার হওয়া গাঁজা চট্টগ্রাম থেকে শরীয়তপুর নিয়ে যাওয়ার হচ্ছিলো।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মো. আসলাম ও হেলপার আকরাম হোসেন গাড়ি রেখে পালিয়ে যান। পরে স্থানীয় জনগণের সহায়তায় মেকানিক শিমুলকে আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ ওলি বাংলানিউজকে জানান, কাভার্ডভ্যানটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক গাড়ি মেকানিককে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আরবি/বিএস