ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলার পরামর্শ আইনমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলার পরামর্শ আইনমন্ত্রীর মার্কস মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আইনমন্ত্রী/ছবি: সুমন শেখ

ঢাকা: পদ্মাসেতু দুর্নীতি মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা আমাদের সম্মানহানি করেছে সেই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে বলব। কানাডা তখন আমাদের অসহযোগিতা করেছিল। আমি যখন নথিপত্র নিয়ে এসেছিলাম, তখনই বুঝেছিলাম এ মামলার ভিত্তি নেই।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে মার্কস মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মার্কস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সানাল, মার্কস গ্রুপের চেয়ারম্যান বেগম ফরিদা মাসুদ খান, মার্কস মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন, মার্কস গ্রুপের উপ-ব্যবস্থাপক ডা. ইকবাল মাসুদ খান প্রমুখ।

আইনমন্ত্রী বলেন, আমাদের মর্যাদাহানি করতে যে চেষ্টা হয়েছিল, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা এখানে মর্যাদার সঙ্গে এখনও বেঁচে আছি। আমাদের একজন সচিবকে জেল খাটতে হয়েছিল, একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, আমি অনুরোধ করব সেই দুই ভদ্রলোককে তারা যেন ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে মামলা করেন।

এ সময় তিনি বলেন, ওকাম্পো সাহেব বিশ্বব্যাংকের হয়ে তদন্তের দায়িত্ব নিতে চেয়েছিলেন, তার বিরুদ্ধেও কিন্তু ইউরোপীয় কোর্ট দুর্নীতির মামলা করেছে। দুর্নীতি করেন তারা আর তার খেসারত দিতে হয় আমাদের গরিব দেশ হিসেবে।

পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ উত্থাপনকালে দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী থাকাকালীন সময়ে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করে আইনমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের তদন্ত বিশেষজ্ঞ তিনজন, এরমধ্যে একজন ছিলেন প্রসিকিউটর ওকাম্পো, একজন হংকংয়ের আর অন্যজন যুক্তরাজ্যের। তারা তখন বাংলাদেশে এসে আমাদের সঙ্গে বসলেন। বসার পরেই বলেন ওমুককে এফআরআই এ নাম দিতে হবে, তমুককে এটার মধ্যে ঢুকাতে হবে। আমি বললাম, আপনারা আমাদের জন্য যেসব কাগজপত্র দিয়েছেন, সেইসব কাগজপত্র ছাড়া কি আপনাদের কাছে কিছু আছে। তারা তখন বললেন, না। তখন বললাম, তাহলে ওমুককে আর তমুককে ঢুকানো যাবে না, তদন্ত করা হবে। তখন তারা রাগান্বিত হয়ে কিছু না করতে পেরে চলে গেলেন। তারপর আমাদের তদন্তও চললো, তারা কানাডায় গিয়ে আরেকটা মামলা করলেন। এর কারণ যেই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ সেই কোম্পানি কানাডিয়ান কোম্পানি এসএমসি লাভালিন।

আইনমন্ত্রী বলেন, ‘একমাস পরে আমি কানাডা যাই, আমি যেদিন বিমানে উঠি সেই সময় কানাডিয়ান হাইকমিশনার হেদার ক্রুডেন আমাকে মেসেজ করলেন, তুমি যে কানাডা যাচ্ছ, তোমার সাথে কানাডিয়ান সরকারের কোনো লোক দেখা করবে না, কথা বলবে না, টেলিফোনও করবে না। আমি তখন প্লেনে ওঠার মতো অবস্থায়। আমি কিন্তু সেই মেসেজটা সেভ করে রেখে দিয়েছি। আমি তখন তাকে বললাম, এখন এগুলো বলে কিছু হবে না আমি কানাডা যাব। আমি কানাডা গিয়েছিলাম। কানাডা থেকে সব কাগজপত্র যা যা ওখানে হয়েছিল সেগুলো এনেছি। তখনই আমি দেখেছিলাম এই মামলাটার কোনো সারবত্তা নেই।

তিনি আরও বলেন, আমাদের ক্ষতি হয়েছে কি না জানি না, আমাদের লাভই হয়েছে বলে আমি মনে করি। নিজস্ব অর্থায়নে এত বড় একটি প্রকল্প আমরা করতে পারি সেটার প্রমাণ হয়েছে, পদ্মাসেতু হচ্ছে। আর বিশ্বব্যাংক কাগজপত্রের ভিত্তিতে যে কিছু করে না তা প্রমাণিত হয়েছে। তারা কয়েকজন লোকের স্বার্থের জন্য এগুলো করেছে।

পদ্মাসেতু দুর্নীতি মামলার কোনো প্রমাণ না পাওয়ায় গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি)  কানাডার আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। এছাড়া মামলাটি গুজবের ভিত্তিতে করা হয়েছিলো বলেও জানিয়েছেন বিচারক।

২০১৩ সালের জানুয়ারিতে পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বাংলাদেশ। পরে নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নে হাত দেয় বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭/আপডেট: ১৬০৯ ঘণ্টা
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।