ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৭ খুনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
৭ খুনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি র‌্যাবের চাকরিচ্যুত সৈনিক আবদুল আলীম আদালতে আত্মসমর্পন করে আবেদন করেছন।

রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে স্ব শরীরে উপস্থিত হয়ে আবেদন করেন।

তবে পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়নি।

নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করেন। যেখানে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও আরো ৯জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯জন ছিলেন পলাতক। তাদের মধ্যে একজন সার্জেন্ট এনামুলক কবিরকে গত ৫ ফেব্রুয়ারি মাগুরা থানা পুলিশ গ্রেফতার করে।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ ৭জনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক থাকে আবদুল আলীম। পরে তাকে র‌্যাব থেকে চাকরিচ্যুত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।