নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের চরপেচরপাড়ার দুলাল প্রামাণিক (৬০) ও উধুনিয়া ইউনিয়নের ক্ষুদ্র বংকিরাট গ্রামের নবীর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২০)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে শনিবার রাতে পুলিশ দুই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, ওই দুই কৃষক আত্মহত্যা করেছেন, নাকি তাদের হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।
এ ব্যাপারে উল্লাপাড়ায় থানায় পৃথক দু’টি ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসআই