ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মহানগরীতে মাংসের দোকান ৬ দিন বন্ধ রাখার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
মহানগরীতে মাংসের দোকান ৬ দিন বন্ধ রাখার ঘোষণা ঢাকা মহানগরীর মাংস ব্যবসায়ীদের মানববন্ধন- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গাবতলী গরুর হাটে ইজারাদারের অত্যাচার, অতিরিক্ত খাজনা আদায়সহ মাংস ব্যবসায়ীদের ওপর নির্যাতনের প্রতিবাদে ৬ দিনে ধর্মঘটের ডাক দিয়েছে।

সোমবার থেকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ঢাকা মহানগরীর সব মাংসের দোকান বন্ধ থাকবে।

রোববার (১২ ফেব্রুয়ারি) জাতীর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির মহাসচিব রবিউল ইসলাম বলেন, সরকারের আদেশ অমান্য করে ইজারাদার আমাদের ওপর শাসন ও শোষণ করছে। সরকারের উপর মহল থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত সবাইকে এ বিষয়গুলো জানিয়েছি। তবুও বন্ধ হচ্ছে না অতিরিক্ত খাজনার নামে চাঁদা আদায়।

ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সচিব আব্দুর বারেক বলেন, ইজারাদারের এ অন্যায় অত্যাচার শেষ না হলে প্রয়োজনে ধর্মঘটের সময় আরও বৃদ্ধি করাসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ চাঁদা আদায়ই মাংসের দামের বৃদ্ধির অন্যতম কারণ বলেও মন্তব্য করেন তিনি।

তাই অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি ও ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা করার প্রার্থনা জানান তিনি।

মানববন্ধনে মহানগরের সব মাংস ব্যবসায়ী ও কর্মচারীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসটি/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।