ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ট্রাকচাপায় কবির হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কবির ওই গ্রামের টুটুল হোসেনের ছেলে এবং কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে নদীতে যাচ্ছিলো কবির।
বালুচরে পৌঁছালে পেছন থেকে আসা একটি বালিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আরবি/বিএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।