ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মেরকেলকে রোহিঙ্গাদের বিষয়ে বলবেন শেখ হাসিনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
মেরকেলকে রোহিঙ্গাদের বিষয়ে বলবেন শেখ হাসিনা সম্মেলনে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ছবি-কাশেম হারুন

ঢাকা: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলকে রোহিঙ্গাদের বিষয়ে বলবেন। রোহিঙ্গা নিয়ে গোটা বিশ্ব বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেছে। রোহিঙ্গাদের মায়ানমারে ফিরে যেতেই হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে নিরাপত্তাবিষয়ক ৫৩তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

এ বিষয়ে জানাতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারই প্রথম বাংলাদেশ এ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। আগামী ১৭-১৯ ফেব্রুয়ারি মিউনিখে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মিউনিখে ওই সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে ১৮ ফেব্রুয়ারি দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও অভিবাসনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর হতে পারে।

মাহমুদ আলী জানান, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ১৮ ফেব্রুয়ারি ‘ক্লাইমেট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি’ শীর্ষক একটি অধিবেশনে আলোচনায় অংশ নেবেন শেখ হাসিনা। এই অধিবেশনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও নরওয়ের প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

রোহিঙ্গা সমস্যা মায়ানমারের, তাই তাদেরকেই এ সমস্যার সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ঠেঙ্গার চরে রোহিঙ্গাদের স্থান্তরিত করার বিষয়ে তিনি বলেন, সেখানে তাদের নিয়ে যাওয়ার আগে বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধাসহ অবকাঠামো তৈরির অতি সত্বর শুরু হবে। তাদের সেখানে নিয়ে যেতে নৌপরিবহন জেটি স্থাপন করা হবে, খাদ্যের সংস্থান করা হবে। এজন্য উন্নয়ন সহযোগী দেশগুলো সহায়তা করতে চায়। সেই লক্ষে এদেশগুলোর রাষ্ট্রদূতদের আমি নিজে ঠেঙ্গার চর পরিদর্শনে নিয়ে যাবো।

তিনি বলেন, বিদেশি মিডিয়া ঠেঙ্গার চর নিয়ে নেতিবাচক প্রতিবেদনের প্রকাশিত ছবিগুলো স্ববিরোধী। যেখানে প্রথমে দেখানো হয়েছে শুধু ডুবন্ত দ্বীপ, তার পর দেখানো মহিষ দৌড়ে বেরাচ্ছে, আবার আরও একটি ছবিতে দেখা গেলো ঘন বনাঞ্চল।

আগামী একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশে আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরগি ব্রেন্ডা।

মাহমুদ আলী গত সেপ্টেম্বরে নরওয়ে সফর করেন বলে জানান তিনি। ওই সফরে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরগি ব্রেন্ডাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে তিনি চলতি ফেব্রুয়ারিতে আসার আগ্রহ প্রকাশ করেন। এরপর বোরগি ব্রেন্ডাকে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে তিনি এতে সম্মতি দেন।

দ্বি-পাক্ষিক বিভিন্ন ইস্যুতে তার সঙ্গে আলাপ হবে। সামুদ্রিক সম্পদ আহরণে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

মিউনিখ নিরাপত্তাবিষয়ক শীর্ষ সম্মেলনে শতাধিক দেশের প্রতিনিধি যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক, ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ, ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো প্রোসেঙ্কো, আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ ঘানি, নরওয়ের প্রধানমন্ত্রী ইরিনা সোলবার্গ, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টরন ওরবান, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদিসহ অন্যরা অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি সেখান থেকে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭/ আপডেট: ১৩১৪ ঘণ্টা
কেজেড/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।