বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ উপজেলার বড়পাথার গ্রামের ভাজন তালুকদারের ছেলে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস বগুড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজিচালিত একটি অটোরিকশাকে সাইড দিতে যান বাসের চালক।
এ সময় মহাসড়কের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার জন্য দৌড় দেন আবু সাঈদ। সেই মুহূর্তে বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই লাল মিয়া।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমবিএইচ/জিপি/এএ