দীর্ঘদিন ধরেই উন্নয়নের এই ‘মধুর’ যাতনা ভোগ করে চলেছেন রাজধানীর মিরপুরের রোকেয়া সরণির দুই পাশের বাসিন্দারা
রোকেয়া সরণি। রাজধানীর বৃহত্তম জনবসতিপূর্ণ এলাকা মিরপুরের সঙ্গে রাজধানীর কেন্দ্রস্থলের যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এটি।
সড়কটিতে যানবাহনের যে চাপ, তার অনুপাতে এর প্রশস্ততা এমনিতেই কম। তার উপরে ‘মরার উপর খাড়ার ঘা’ হিসেবে যুক্ত হয়েছে মেট্রোরেলের কাজ।
বর্তমানে সড়কটির দু’পাশে চলছে মেট্রোরেলের কাজ। অনেকদিন অাগেই শুরু হয়েছে ব্যাপক খোঁড়াখুঁড়ি। তবে কবে এই কাজ শেষ হবে তা কেউ জানে না। তাই দুর্ভোগকেই নিয়তি মেনে উন্নয়নের ‘যাতনা’ বয়ে চলেছেন এই এলাকার অধিবাসীরা। যার কিছু চিত্র নিজের ক্যামেরায় তুলে ধরেছেন বাংলানিউজের সিনিয়র ফটো সাংবাদিক জি এম মুজিবুর।
রাস্তার খোঁড়াখুঁড়িতে সবচেয়ে দুর্ভোগে ছোট্ট শিশুরা। দুই পাশের গর্তের প্রশস্ততা এত বেশি যে একা একা তা পার হওয়া অসম্ভব তাদের জন্য।
শিশুরা তো তবুও অপরের সাহায্য নিয়ে গর্ত পার হতে পারেন নিঃসঙ্কোচে। কিন্তু নারীদের জন্য গর্ত পার হওয়ার যন্ত্রণা যেন আরও বেশি বিব্রতকর।
একে যানবাহনের চাপ, তার উপর খোঁড়াখুঁড়ির কারণে সঙ্কুচিত সড়ক। যানজটে প্রায় সারাদিনই স্তব্ধ থাকছে রোকেয়া সরণি।
রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন রোকেয়া সরণির দু্ই পাশের গলির বাসিন্দারা। গর্ত পাড়ি দিয়ে যানবাহনসহ চলাফেরা করতে খুবই যন্ত্রণা ভোগ করছেন তারা।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসআরএস/আরআই