বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ দণ্ডাদেশ দেন।
বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বাংলানিউজকে জানান, শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারপাড়া গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত।
এসময় ৫শ’ গ্রাম গাঁজাসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালতের বিচারক।
এসময় ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরএ