ধামরাই (ঢাকা): ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের চরডাউটিয়া এলাকায় মুদি দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে চরডাউটিয়া এলাকার কয়েকজন পথচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় দোকানের ভেতর শব্দ শুনতে পান।
এসময় তারা দোকানে কে জানতে চাইলে ওই যুবক পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় জনগণ তাকে আটক করে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবলু শরিফ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ বেলা ১১টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।