রংপুর: রংপুরের বদরগঞ্জে বাসের চাপায় রওশন আলী (৪) নামে একটি শিশু নিহত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার মধুপুর ইউনিয়নের পাকার মাথায় এ দুর্ঘটনা ঘটে। রওশন আলী মধুপুর দলপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রওশন আলী তার মায়ের সঙ্গে নানাবাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল। পথে পাকার মাথায় জয়পুরহাট থেকে ছেড়ে আসা স্বপ্নপুরীগামী পিকনিকের একটি বাস শিশুটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী বাসটিকে আটক করেছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।