ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
রাজধানীতে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুর-১২ ও ভাটার এলাকা থেকে পৃথক ঘটনায় স্কুলছাত্রসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। পরে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

রাতে রাজধানীর মিরপুর- ১২ নম্বর সেকশনের কালাপানি বেগুনটিলা এলাকার একটি বাসার সামনে থেকে জান্নাতুল ফেরদৌস (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। জান্নাতুল ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মো. জয়নাল শেখের মেয়ে। সে স্থানীয় নাহার একাডেমির নবম শ্রেণীর ছাত্রী।

জান্নাতুলের চাচা হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, ৭ বছর আগে বাম হাত ভেঙে যায় জান্নাতুলের। পরে মিরপুর-১২ রিজার হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু, কিছুদিন পরে দেখা যায় তার হাত সম্পূর্ণ ভাল না হয়ে উল্টো বেঁকে যায়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জান্নাতুলকে নিয়ে ওই হাসপাতালে ভর্তি করে বিকেলে তার হাতে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল ৪টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে দায়িত্বরত চিকিৎসকরা তার অবস্থা গুরুতর বলে জানায়।

এর পর পরই ওই হাসপাতালের গাড়িতে করেই ঢামেকে নিয়ে আসার পথেই মারা যায় জান্নাতুল। পরে তাকে বাসায় নিয়ে আসা হয়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভুল চিকিৎসায় জান্নাতের মৃত্যু হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এদিকে, ভাটরা থানার জোয়ার সাহারা তনু ফকির রোডের একটি বাসা থেকে শারনুল করিম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। শারনুল করিম টাঙ্গাইল সদর উপজেলার প্যারাডাইজপাড়া এলাকার সৈয়দ রেজাউল করিমের মেয়ে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বাংলানিউজকে জানান, খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজেডএস/এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।