বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কমিশন সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম শপথানুষ্ঠান পরিচালনা করেন।
গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে কেএম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন।
কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও ব্রি জে (অব.) শাহাদত হোসেন।
নতুন কমিশনকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সাজানো হয়েছে সিইসি ও কমিশনারদের কক্ষ। গাড়ি ও ড্রাইভারও প্রস্তুত রয়েছে।
এদিকে তাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ৩৯ জন পুলিশ সদস্য নিযুক্ত করা হয়েছে।
বর্তমান কমিশনের মেয়াদ রয়েছে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও ৬০ হাজারেরও বেশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ইএস/আইএ/টিআই/এসএইচ