বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মোনালিসা উইমেন্স ক্লাব ফেব্রুয়ারি মাসে দেশব্যাপী বাংলাদেশের জাতীয় পর্যায়ে বিভিন্ন স্কুল-কলেজে নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা শীর্ষক এ সেমিনার করে যাচ্ছে। সেমিনারে পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মোনালিসা উইমেন্স ক্লাবের সেমিনারের সমম্বয়কারী সুমাইয়া সুহাইয়ার পরিচালনায় মেয়েদের কৈশোরকালীন নানা সমস্যা ও প্রশ্নের জবাব দেন গাইনি বিশেষজ্ঞ ফাতেমা মাসুর। এ সময় মেয়েরা তাদের কৈশোরকালীন ঋতু জনিত বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে।
সেমিনারের শুরুতেই মোনালিসা উইমেন্স ক্লাবের পক্ষ থেকে সুমাইয়া সুহাইয়া জানান, বাংলাদেশের একটি বিশ্বস্ত ব্র্যান্ড মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ২০০৪ সাল থেকে নারীদের স্বাস্থ্য ও হাইজিন ব্যবস্থাপনায় বাজারে সুপরিচিত একটি ন্যাপকিন।
তিনি আরো জানান, মোনালিসা উইমেন্স ক্লাবে নারীদের একটি সাধারণ প্লাটফর্ম রয়েছে যেখানে তারা তাদের চিন্তা চেতনাকে একে অপরের সঙ্গে শেয়ার করার পথ খুঁজে পাবে এবং তারা তাদের নারীত্বকে উদযাপন করতে পারবে। এই লক্ষ্যকে সামনে রেখেই বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মোনালিসা উইমেন্স ক্লাবের এই পদক্ষেপ।
সেমিনার শেষে মোনালিসা উইমেন্স ক্লাবের ফ্রি রেজিস্ট্রেশন করানো হয় এবং নতুন মোড়কের মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের স্যাম্পল প্রায় ৭ শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
সেমিনারে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের রাজশাহী বিভাগের ডেপুটি সেলস ম্যানেজার মো. নাজমুল হাসান, পাবনা এরিয়া ম্যানেজার খায়রুল ইসলাম, পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান, সহকারী শিক্ষক মাসুদ রানা, দৈনিক কালের কন্ঠের পাবনা প্রতিনিধি আহমেদ উল হক রানা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সৈকত আফরোজ আসাদ, বাংলানিউজটোয়েন্টিফোরডটকম’র রাসেল রহমান, এটিএন নিউজের রিজভী জয়, ডিবিসি নিউজের পার্থ হাসানসহ বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের বিভিন্ন বিক্রয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরএ