ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ইকো স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বান্দরবানে ইকো স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি বান্দরবানে ইকো স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

বান্দরবান: বান্দরবানে দুই দিনব্যাপী ইকো স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুল মোন্নাফ।

এছাড়াও উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বজলুর রমহান, জাতীয় স্যানিটেশন প্রকল্পের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ বাবুল আখতার, সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান, সৈয়দ গোলাম আশরাফ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ খোর্শেদ আলম প্রধান, মো. মনজেল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।