বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফের বাড়ি নাটোরের লালপুর উপজেলা সদরে।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার মো. আতাউর রহমান বাংলানিউজকে জানান, সকালে মহাসড়কের পোস্টকামুরী এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রাক সামনের আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাক দু’টি দুমরে-মুচরে যায় এবং ঘটনাস্থলেই টাঙ্গাইলগামী ট্রাকের চালক আরিফ মারা যান।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসআই