ঝিনাইদহে রেললাইনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ: ঝিনাইদহে রেললাইনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে নাগরিক কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বৃটিশ আমলে ঝিনাইদহে রেললাইন চালু ছিলো। ভারত বিভাগের পর স্বার্থান্বেষী মহলের কারণে তা বন্ধ হয়ে যায়।
এ কারণে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা স্থাপনে ঝিনাইদহ পিছিয়ে পড়েছে। ২০ লাখ মানুষের এই জেলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করে তুলতে দ্রুত রেললাইন চালু ও পদ্মা সেতুর রেললাইনের সঙ্গে ঝিনাইদহে সংযোগ দেওয়ার জন্য যশোর থেকে ঝিনাইদহ হয়ে মাগুরা পর্যন্ত রেললাইনের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন- ঝিনাইদহ নাগরিক কমিটির আহ্বায়ক আমির হোসেন মালিতা, ভাষা সৈনিক নন্দ দুলাল সাহা, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, মুক্তিযোদ্ধা ইউনুস আলী, নারী নেত্রী শরিফা খাতুন, আঞ্জুমান মফিদুল ইসলামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শিক্ষক বলাই কুমার বিশ্বাস, সমাজ সেবক আজিজুর রহমান সালাম।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০০৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।