বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বেনাপোল পৌরসভার আয়োজনে এ র্যালি ও সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে সভায় উপস্থিত বিভিন্ন স্কুল, কলেজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
আয়োজনের মধ্যে ছিল সকাল ১১টায় শোক র্যালি, বেলা সাড়ে ১১টায় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ ও দুপুর ১২টায় দোয়া মাহফিল।
জানা যায়, ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি মুজিবনগরে পিকনিক শেষে বাসে করে বাড়ি ফেরার পথে চৌগাছা সড়কে বাস উল্টে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় আরো ১৯ শিক্ষার্থী।
পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পর মারা যায় আরও তিনজন। সেদিনের সে মৃত্যু কাঁদিয়েছিল বেনাপোলবাসীসহ গোটা দেশের মানুষকে।
প্রতিবছর এ দিনটিতে বেনাপোল পৌরসভা শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে আসছে। বেনাপোল পৌরসভা স্কুলটির সামনে নয় শিশুর স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজেডএইচ/আরবি/আরএ