বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ নকশার অনুমোদন দেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী স্থাপত্য নকশা ও মডেল দেখে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
এসময় অন্যদের উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং বিজ্ঞান ও প্রযুক্তি সচিব সিরাজুল ইসলাম।
পরে প্রধানমন্ত্রী আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশতলা ভবনের নকশাও দেখেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী স্কুলের প্রস্তাবিত দশতলা একাডেমিক কাম প্রশাসনিক ভবনের নকশা দেখে খেলার মাঠ রাখাসহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এসময় মুখ্য সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ছাড়াও শিক্ষা সচিব সোহরাব হোসেনসহ আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমইউএম/ওএইচ/এএ