ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৬ লাখ বাগদা চিংড়ির রেনু জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বরিশালে ৬ লাখ বাগদা চিংড়ির রেনু জব্দ বরিশালে ৬ লাখ বাগদা চিংড়ির রেনু জব্দ-ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া থেকে ট্রাক ভর্তি ছয় লাখ বাগদা চিংড়ির রেনু জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

এসময় ১৪ জনকে আটক করা হয়, ভ্রাম্যমাণ আদালত তাদের ৪২ হাজার টাকা জরিমানা করেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে প্রেরিত এক ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এর আগে সকালে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নেহালগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা।

অভিযানে সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্ন্যামত ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন কবীরের উপস্থিতিতে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকে থাকা ৪২টি ড্রামের ভেতরে থাকা ছয় লাখ বাগদা চিংড়ির রেনু জব্দ করা হয়।

এসময় পাচারের ঘটনার সঙ্গে জড়িত মো. হারুন জমাদ্দার (৪২), মো. মামুন জমাদ্দার (২৬), মো. হারুন অর রশিদ (২৫), মো. সোহাগ (১৮), মো. শাকিল (১৮), মো. মহিউদ্দিন (৩৬), মো. নীরব (১৮), মো. কবির (২৮), মো. মিরাজ (২২), মো. মিরাজ (২৩), মো. রেজাউল করিম বাচ্চু (৩৫), মো. ফরিদ (২৮), বাহাউদ্দিন (৩২) ও মো. আল আমিন মল্লিকসহ (৩০) ১৪ জনকে আটক করা হয়।

র‌্যাব-৮ এর এডি মো. হাসান আলী বাংলানিউজকে জানান, ছয় লাখ চিংড়ির রেনু জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা। আটক ১৪ জনকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪২ হাজার টাকা জরিমানা করেন।

তিনি আরও জানান, ভোলা থেকে আনা এ রেনু বিভিন্ন ঘেরে পাঠানোর জন্য আনা হয়েছিল।

জব্দকৃত রেনু পটুয়াখালী জেলার কলাপাড়া নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্ন্যামত।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএস/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।