বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।
এসময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মানজারুল মান্নান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।
সভায় জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী ও সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।
সভায় জানানো হয়, জেলা পরিষদের মাস্টার প্ল্যান অনুযায়ী রাঙামাটি শহর ও এর আশপাশের এলাকা উন্নয়নের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরবি/এসআই