বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুলের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নওপাড়ায়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া সেল প্রধান সৈকত শাহীন বাংলানিউজকে জানান, বিকেলে নাজমুল তার বন্ধু আসলামকে নিয়ে মোটরসাইকেলে করে পেশাগত কাজে কোথাও যাচ্ছিলেন। পথে ভাতকুড়া এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুল নিহত হন। এতে গুরুতর আহত হন তার বন্ধু আসলাম। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আসলামকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরবি/এসআই