ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালীতে ৪ ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
কাউখালীতে ৪ ব্যবসায়ীর জরিমানা

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী শহরের উত্তর বাজারে অভিযান চালিয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করার দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কাউখালী উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী চাকমা এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানে পাটজাত মোড়ক ব্যবহার না করে পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের দায়ে ব্যবসায়ী স্বপন রায়, হেমায়েত হোসেন, জাকির হোসেন ও বাবুকে এক হাজার সাতশ’ টাকা জরিমানা করা হয়।

এসময় পাট অধিদপ্তর বরিশালের মুখ্য পরিদর্শক মুহাম্মদ হারুন আর রশীদ উপস্থিত ছিলেন।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী (২০১০ এর ৫৩ নং আইন) সংশোধিত বিধিমালায় ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই ছয় প্রকার দ্রব্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক দ্বারা মোড়কজাতকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।