ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুর উপজেলা চেয়ারম্যান কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
গৌরীপুর উপজেলা চেয়ারম্যান কারাগারে 

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ৪ নম্বর আমলি আদালতের বিচারক খালেদা ইয়াসমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

হিরণের আইনজীবী কামরুল হাসান কিরণ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলা পরিষদ এলাকা থেকে হিরণকে গ্রেফতারের পর রাতেই কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নেত্রকোনার পূর্বধলা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭ 
এমএএএম/আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।