বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ৪ নম্বর আমলি আদালতের বিচারক খালেদা ইয়াসমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হিরণের আইনজীবী কামরুল হাসান কিরণ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলা পরিষদ এলাকা থেকে হিরণকে গ্রেফতারের পর রাতেই কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নেত্রকোনার পূর্বধলা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএএএম/আরআর/এএসআর