ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বরিশালে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি গ্রেফতার বরিশালে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি গ্রেফতার

বরিশাল: বরিশালে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মো. ওয়াসিম হাওলাদার (৩৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাইলাখালী এলাকার মো. ফজলুল হক হাওলাদারের ছেলে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি জিআর মামলায় (নং ২২০/১৩) ওয়াসিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। তবে মামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি। কিছুদিন ধরে তিনি বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডের সরদার মঞ্জিল নামে এক বাড়িতে ভাড়া ছিলেন। খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএস/এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।