ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে রেশম বোর্ড কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বকেয়া বেতনের দাবিতে রেশম বোর্ড কর্মচারীদের বিক্ষোভ

রাজশাহী: রেশম উন্নয়ন বোর্ডের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় বোর্ডের মহাপরিচালক আনিসুল হক ভুইঞাকেও কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে কর্মচারীরা।

রেশম বোর্ড শ্রমিক নেতা গোলাম মোর্তুজা ‍বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে তারা বকেয়া বেতন পরিশোধসহ অন্য দাবিতে রেশম বোর্ডের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ করেন।

এ সময় তার দফতরের সামনে অবস্থান নিলে মহাপরিচালক তার কক্ষের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন।

তিনি জানান, তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর না করায় প্রায় ৫০ জন কর্মচারী বেতন পাচ্ছেন না। এজন্য ২০০৮ সালে তারা হাইকোর্টে রিট করেন। পরে তাদের পক্ষে রায় দেন হাইকোর্ট। কিন্তু রায়ের বিরুদ্ধে রেশম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আবারও সুপ্রিম কোর্টে আপিল করেন। আপিল বিভাগ ২০১৩ সালের ৩১ জুলাই তা খারিজ করে দেন। অবশেষে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড খারিজ রিভিউয়ের জন্য পিটিশন করে। তবে গত ৫ ডিসেম্বর রিভিউ পিটিশনও খারিজ করে দেন আপিল বিভাগ।

কিন্তু এখন পর্যন্ত তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। ফলে তারা কাজ করলেও বেতন পাচ্ছেন না। বকেয়া বেতনের দাবিতে এর আগেও তারা বিক্ষোভ করেছেন। কিন্তু আশ্বস্ত করা হলেও দাবি পূরণ করা হয়নি।

এ কারণে আবারও বিক্ষোভ ও মহাপরিচালককে অবরুদ্ধ করে দুপুরে তার দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।

এক মাসের মধ্যে চাকরি রাজস্বখাতে স্থানান্তরসহ বকেয়া বেতন না দিলে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কঠোর কর্মসূচি দেবেন বলেও জানান শ্রমিক নেতা গোলাম মোর্তুজা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।