ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১৪ দোকানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
রাঙামাটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১৪ দোকানকে জরিমানা রাঙামাটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১৪ দোকানকে জরিমানা-ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটি শহরের ভেদভেদী ও তবলছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১৪টি দোকান মালিককে পাঁচশ টাকা করে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার এ অভিযান পরিচালনা করেন।

শহরের তবলছড়ি বাজারে ফুটপাত দখল রাখার অপরাধে ১৪টি দোকান মালিককে পাঁচশ টাকা টাকা করে সাত হাজার টাকা জরিমানা, দু’টি দোকান উচ্ছেদ এবং ভেদভেদী পিডিবি অফিসের সীমানা দখল করে গড়ে ওঠা চারটি দোকান উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মোছা. সুমনী আক্তার বাংলানিউজকে বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে কোতয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজিত চাকমা ও সদর উপজেলা কার্যালয়ের সিএ সুজন কুমার দে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।