ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আস্থা হারাবেন না, প্রথম ইনিংসে রান নাও পেতে পারি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আস্থা হারাবেন না, প্রথম ইনিংসে রান নাও পেতে পারি! সিলেটের নতুন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার-ছবি-নাসির উদ্দিন

সিলেট: ‘সবে তো শুরু করলাম। প্রথম ইনিংসে রান নাও পেতে পারি। দ্বিতীয়, তৃতীয় না হয় চতুর্থ ইনিংসে ফিফটি হাকাতে পারবো!’

দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময়কালে সাংবাদিকদের এমন আশ্বাস দেন সিলেটের নতুন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।

জেলা প্রশাসক বলেন, শ্রমিকমৃত্যু ঠেকাতে সিলেটের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন, টিলাকাটা বন্ধসহ ভূমি ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।

বৈঠক চলাবস্থায় তিনি সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মোবাইল ফোনে টিলা কাটা বন্ধের নির্দেশ দেন। এসময় তিনি টিলার পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেওয়ারও নির্দেশ দেন।  

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনিয়ম দুর্নীতি বন্ধে  বাংল‍াদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দালালচক্র নির্মূল এবং কালেক্টরেট প্রাঙ্গণে অবৈধ দোকানিদের উচ্ছেদ অভিযানের আশ্বাস দেন তিনি।  
নতুন এ জেলা প্রশাসক বলেন, যতদিন আছি আন্তরিকতার সঙ্গে কাজ করবো। তথ্যপ্রাপ্তি সহজীকরণে জেলা প্রশাসনের মিডিয়া সেল ও ওয়েবসাইট আরও আপডেট করা হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. আমিনুর রহমান, তথ্য অধিদফতর সিলেটের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, সহকারী কমিশনার সাহেদুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এনইউ/আরআর/এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।