লালমোহনে ২ ব্যবসায়ীকে জরিমানা
ভোলা: ভোলার লালমোহনে মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখা ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হাওলাদার এ জরিমানা করেন।
সোহাগ হাওলাদার জানান, দুপুরে উপজেলার দু’টি শিশু খাদ্য বিক্রয়ের দোকানে অভিযান চালানো হয়।
এসময় মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখা ও বিক্রির দায়ে শহরের কাঠপট্টি রোডের চন্দন বাণিজ্য বিতানের মালিককে ৩০ হাজার টাকা ও অগ্রণী ব্যাংক রোডে সুমন স্টোরের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজি/এসএইচ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।