বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়ধুল ইউনিয়নের বিলকুমলা এলাকায় যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওমর আলীর বাড়ি একই ইউনিয়নের দুর্লভপুর গ্রামে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ৭ ফেব্রুয়ারি জমিতে মসুর ডাল তুলতে গিয়ে নিখোঁজ হন ওমর আলী। অনেক খোঁজাখুঁজির পর বুধবার দুপুরে জেলেদের জালে ওমর আলীর মরদেহ উঠে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, নিহত ব্যক্তির শরীরে বস্তা বাঁধা ছিল।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসআই