বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নওদাপাড়ায় এ দুঘর্টনা ঘটে। পলাশ মিরপুর পৌরসভার মিরপুর হলপাড়ার পরশের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেলে পলাশ ও সজীব মেহেরপুর থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি মিরপুর যাচ্ছিলেন। পথে নওদাপাড়ায় এলে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পলাশ নিহত হন। এসময় গুরুতর আহত হন সজীব।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরবি/