বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিতহ স্বপন পবার কর্ণহার গ্রামের লোকমান আলীর ছেলে।
তবে পুলিশ যাওয়ার আগেই নিহতের পরিবার তার মরদেহ নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ দাফনের অনুমতি দেয়।
রাজশাহীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে ওই ট্রলিতে ইট বোঝাই করে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মোল্লাপাড়া সড়কে টার্নিং নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় চালক স্বপন আলী ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এসআই কামাল।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসএস/জিপি/এমজেএফ