আটক ছিনতাইকারীরা হলেন- আকাশ বেপারী, সজল খাঁ, রকিব ফকির, হৃদয় মাতব্বর, খোকন খাঁ, অনিক সরদার ও সাগর খাঁ। তারা সবাই মাদারীপুর শহরে বাসা ভাড়া করে থাকতেন।
মাদারীপুর সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) বারেক করিম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে ভোরে হাঁটতে বের হওয়া লোকজন ছিনতাইকারীর কবলে পড়ে আসছিলেন। বুধবার সকালে দেশি অস্ত্র ঠেকিয়ে প্রাতভ্রমণে বের হওয়া এক নারীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করতে গেলে তিনি চিৎকার করেন। এসময় টহল পুলিশ এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে শহরের রেন্ডিতলা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুইটি চাকু ও লোহার রড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সবাই ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এনটি/এসআই