বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জব্দ জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
কোস্টাগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত রাতে ভোলা সদরের মেঘনা নদীর ভেদুরিয়া পয়েন্টে জাটকা লঞ্চে উঠানো হচ্ছে, এমন খবরের ভিত্তিতে কোস্ট গার্ডের সদস্যরা ভেদুরিয়া পয়েন্টে অভিযান চালায়।
নভেন্বর থেকে জুন পর্যন্ত মেঘনায় জাটকা ধরা, বিপণন, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। জাটকা সংরক্ষণের লক্ষ্যে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজি/আরএ