বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউএনও জিলাল হোসেন এ বাল্যবিয়ে বন্ধ করেন।
ইতি উপজেলার উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ইউএনও জিলাল হোসেন বলেন, উপজেলার টুটাপাড়া গ্রামের দেলোয়ার শেখের মেয়ে ইতির সঙ্গে তারাশী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারের বিয়ের দিন ধার্য ছিল।
খবর পেয়ে দুপুরে দেলোয়ার শেখের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ এবং বাল্যবিয়ের আয়োজন করার দায়ে কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরবি/