নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকারের সভাপতিত্বে সেমিনারের প্রধান বক্তা ছিলেন খ্যাতনামা গাইনি বিশেষজ্ঞ ডা. সুফিয়া বিলকিস। তিনি নারীদের পিরিওডকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে বক্তব্য রাখেন।
এসময় আরো বক্তব্য রাখেন- বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের রাজশাহী বিভাগের ডেপুটি সেলস ম্যানেজার মো. নাজমুল হাসান, এরিয়া ম্যানেজার খায়রুল ইসলাম প্রমুখ।
সেমিনারে সঞ্চালক ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ও বিজনেস ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের (বিআইবি) সিনিয়র এক্সিকিউটিভ সুমাইয়া সুহাইয়া।
সেমিনারে বক্তারা বলেন, মোনালিসা উইমেন্স ক্লাব নারীদের জন্য একটি অসাধারণ প্লাটফর্ম। যেখানে তারা নিজেদের চিন্তা-চেতনা অন্যের সঙ্গে শেয়ার করার পথ খুঁজে পাবে এবং নিজেদের পরিচ্ছন্নতা ও নারীত্বের ব্যাপারে সচেতন হবে।
বক্তারা আরো বলেন, নারীদের পিরিওডকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মোনালিসা উইমেন্স ক্লাব বাংলাদেশের জাতীয় পর্যায়ের বিভিন্ন স্কুল ও কলেজে সেমিনার করে যাচ্ছে। ২০০৪ সাল থেকে নারীদের স্বাস্থ্য ও হাইজিন ব্যবস্থাপনায় বিশ্বস্ত নাম মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যা এরই মধ্যে বাজারে সুপরিচিত। মোনালিসা উইমেন্স ক্লাবের সব সদস্য নারী হওয়ায় তারা নির্দ্বিধায় নিজেদের সমস্যা-সুবিধা নিয়ে আলোচনা করতে পারবে।
সেমিনার শেষে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে মোনালিসা উইমেন্স ক্লাবের সদস্য হয়েছে উপস্থিত ছাত্রীরা। সব শেষে ছাত্রীদের মধ্যে নতুন মোড়কের মোনালিসা স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
এসময় অনেকের মধ্যে বসুন্ধরা টিস্যুর নাটোরের পরিবেশক আশা ট্রেডার্সের সত্ত্বাধিকারী শিপন কুমার দেব ও নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজা খানম জেসমিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসআই