ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মাসেতু প্রকল্পে বাংলাদেশকে অপমান করার জবাব চান ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
পদ্মাসেতু প্রকল্পে বাংলাদেশকে অপমান করার জবাব চান ওবায়দুল কাদের বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের/ছবি: শাকিল-বাংলানিউজ

ঢাকা: পদ্মাসেতু প্রকল্পে সন্দেহবশত বিশ্বব্যাংক কেন বাংলাদেশকে অপমান করলো? তার জবাব চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগে জাতীয় গণ গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে 'ট্যানারী শিল্প স্থানান্তর-পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন' শীর্ষক সেমিনারে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা চোর নই বীরের জাতি।

কেন তারা আমাদের অপমান করলো? আমাদের প্রধানমন্ত্রীকে হেয় করলো তার কোনো উত্তর যদি না পাই। তাহলে আমাদের কোনো প্রকল্পে বিশ্বব্যাংকের কোনো ফান্ড আসবে কিনা তা গভীরভাবে ভেবে দেখতে হবে। ’

‘এখন পদ্মাসেতু শুধু একটি সেতু নয়। পদ্মাসেতু এখন আমাদের সক্ষমতা, সম্মান, অহংকারের প্রতীক’ যোগ করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, এক সময় মানুষ পরিবেশ ধ্বংস করেছে। এখন প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। এখন শীতকালে শীত নেই। শীতকালে বসন্ত এসে গেছে। আগে শীতকালে উত্তরাঞ্চলে মানুষ মারা যেতো। এবার যায়নি। কিন্তু এবার বজ্রপাতে ২০০ মানুষ মারা গেছে। বিষয়টি ভেবে দেখা দরকার।

তিনি বলেন, অনাগতকালের শিশুদের জন্য বাংলাদেশকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হবে। ঢাকা শহরকে দূষণের হাত থেকে রক্ষা করতে হলে ট্যানারি স্থানান্তর করতেই হবে। দেশের স্বার্থে ট্যানারি মালিকেরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করবেন বলে আমি আশা করি।

দেশ স্বাধীন করে বঙ্গবন্ধু কোনো ভুল করেননি উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষায় দেখা যায় ২৫টি সূচকে বাংলাদেশ পাকিস্তানকে পেছনে রেখেছে। পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ গঠন করে আজকে আমরা বিশ্বে বিস্ময়।
 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মাকসুদ কামাল।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নাসরিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যায়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএইচকে/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।