বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব পাইনাদি সিআইখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি (রোববার) সন্ধ্যায় ওই শিশুটির মা তাকে ঘরে রেখে পাশের বাসায় যায়।
এ ঘটনায় ওই শিশুর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার জহিরুল ইসলাম শাহাদাৎ নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড পূর্ব পাইনাদি সিআইখোলা এলাকার আবু আক্কাস মিয়ার ছেলে। ধর্ষণের শিকার শিশুটির পরিবার আবু আক্কাস মিয়ার বাড়িতে দীর্ঘ ৯ বছর ধরে ভাড়ায় বসবাস করে আসছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
জিপি/আরআই