ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণকারী শাহাদাৎ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
না’গঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণকারী শাহাদাৎ গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ৮ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণকারী জহিরুল ইসলাম শাহাদাৎকে (২৪)  গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব পাইনাদি সিআইখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি (রোববার) সন্ধ্যায় ওই শিশুটির মা তাকে ঘরে রেখে পাশের বাসায় যায়।

এ সুযোগে বাড়িওলার ছেলে জহিরুল শিশুটিকে বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির ছাদের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা এবং আশেপাশের লোকজন ছুটে আসলে জহিরুল পালিয়ে যায়।

এ ঘটনায় ওই শিশুর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার জহিরুল ইসলাম শাহাদাৎ নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড পূর্ব পাইনাদি সিআইখোলা এলাকার আবু আক্কাস মিয়ার ছেলে। ধর্ষণের শিকার শিশুটির পরিবার আবু আক্কাস মিয়ার বাড়িতে দীর্ঘ ৯ বছর ধরে ভাড়ায় বসবাস করে আসছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।