ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরে পুকুরের পানিতে ডুবে সাকিব (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
সাকিব দাতিয়ারা মহল্লার ইয়াছিন মিয়ার ছেলে এবং শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, বিকেলে শহরের দাতিয়ারা মহল্লার বিদ্যুৎ বিতরণ বিভাগের অফিসের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় সাকিব।
স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।