ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন করায় জরিমানা

নাটোর: নাটোরের সিংড়ায় ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে পুকুর খননের দায়ে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আবু বক্কর সিংড়া উপজেলার উত্তর ডাবাডোর গ্রামের মৃত হাজি আরিফুল্লাহর ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আবু বক্কর সিদ্দিক প্রশাসনের অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে পুকুর খনন করছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি খনন করা অবস্থায় আবু বক্করকে আটক করা হয়। এ সময় আবু বক্কর পুকুর খননের জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করলে আবু বক্করকে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।