বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আবু বক্কর সিংড়া উপজেলার উত্তর ডাবাডোর গ্রামের মৃত হাজি আরিফুল্লাহর ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আবু বক্কর সিদ্দিক প্রশাসনের অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে পুকুর খনন করছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি খনন করা অবস্থায় আবু বক্করকে আটক করা হয়। এ সময় আবু বক্কর পুকুর খননের জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করলে আবু বক্করকে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজি/আরআই